
স্টাফ রিপোর্টার ::
নিউজ নেটওয়ার্কের ডিস্ট্রেক্ট লেভেল ককাসের (ডিএলসি) নির্বাহী কমিটির রাজশাহী, সাতক্ষীরা ও যশোর জেলার নেতৃবৃন্দের তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা যশোরের বাঁচতে শেখার প্রশিক্ষণ কক্ষে শুরু হয়েছে।
প্রশিক্ষণে এ তিন জেলার ১৬ জন ককাস নেতারা অংশ নিচ্ছেন। নিউজ নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়ক রেজাউল করিম ও উন্নয়নকর্মী জ্যোতি চট্টোপাধ্যায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।
প্রশিক্ষণের প্রথমদিনে নারী ও বালিকাদের অধিকার সংরক্ষণে গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা ও নাগরিক সমাজের ভূমিকা, অধিকার সম্পর্কে ধারণা, মানবাধিকারের ধারণা ও নীতিমালা, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা, নারী ও বালিকাদের অধিকার বিষয়ে আলোকপাত করা হয়।
প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের ‘সাপোর্টিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উমেনস অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৮টি জেলায় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণটি এ কর্মসূচিরই অংশ।
##