
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার রাজারহাটে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ জানান।
তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা ৫/৬ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই প্রহরীর ওপর চড়াও হয় এবং তাদের বেঁধে ফেলে মারধর করে। পরে তারা গ্রিল কেটে ভেতরে ঢুকে টাকা নিয়ে চলে যায়।
“রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য বিশ্বজিত রায় ও সাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্বজিতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যাংকে একটি দোনলা বন্দুক থাকলেও দুর্বত্তরা সেটি নেয়নি।”
অগ্রণী ব্যাংকের যশোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ওয়াদুদ আলী জানান, গ্যাস কাটার দিয়ে জানালার রড কেটে ডাকাতরা ব্যাংকের ভেতরে ঢোকে। একইভাবে তারা ভল্ট ভাঙে।
“ভল্ট থেকে ২১ লাখ টাকা খোয়া গেছে বলে আমরা জানতে পেরেছি।”
ডাকাতির খবর পেয়ে পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা সকালে ঘটনাস্থলে যান। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।
আনসার সদস্য বিশ্বজিত ও সাইদুল বলছেন, রাতে হঠাৎ দুজন লোক এসে অস্ত্রের মুখে তাদের বেঁধে ফেলে এবং ব্যাংকের একটি কক্ষে আটকে রাখে। ওই কক্ষ থেকেই তারা ‘বুঝতে পারছিলেন’, আরও অনেক লোক ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করছে।