
ভয়েস অব সাতক্ষীরা :
যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, বেলজিয়ামের নতুন হাই কমিশনার নিয়োগ করেছে সরকার।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসমাত জাহানকে যুক্তরাজ্যের হাই কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮২ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। ইসমাত জাহান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন।
বেলজিয়ামে রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন মো. শাহাদাত হোসেন। তিনি ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।
পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহকে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১৫তম বিসিএস এর পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।