যুদ্ধাপরাধের মামলায় নোয়াখালীর ৪ জনের রায় মঙ্গলবার


295 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
যুদ্ধাপরাধের মামলায় নোয়াখালীর ৪ জনের রায় মঙ্গলবার
মার্চ ১২, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
নোয়াখালীর সুধারাম এলাকার আমির আলীসহ ৪ জনের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে।

সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ৬ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

আমির আলীসহ বাকি তিন আসামির মধ্যে জয়নাল আবদিন ও আব্দুল কুদ্দু গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন এবং অপর আসামি আবুল কালাম ওরফে এ কে এম মনসুর পলাতক। এছাড়া মামলার আরেক আসামি ইউসুফ আলী গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের তিনটি অভিযোগ আনা হয়েছে।