
এস এম সেলিম :
রমযানের পবিত্রতা রক্ষার্থে জেলা প্রশাসকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার সাদিয়া আফরিন, জেলা তথ্য অফিসার সিরাজুল ইসলাম মল্লিক, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রবিন্দ্রনাথ দাশ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসার আশরাফুর রহমান, জেলা স্বাস্ব্য কর্মকর্তা জগদিশ চন্দ্র, জাতীয় ইমাম সমিতির জেলা সহ-সভাপতি মুফতি আক্তারুজ্জামান, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, জমিয়াতে আহলে হাদিস আন্দোলনের জেলা সভাপতি ওবায়দুল্লাহ গজনফর, আহলে হাদিস আন্দোলনের জেলা সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মোঃ জুলফিকার আলী, সাধারন সম্পাদক হাফেজ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ শেখ কামরুল ইসলাম, আওয়ামী ওলামালীগের সভাপতি নাজমুল হক বকুল প্রমুখ। এসময় বক্তারা বলেন, রমযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধ গতি ঠেকাতে জেলা প্রশাসন সর্বাস্থায় নজর রাখবে। আলোচনা সভায় মোবাইল কোর্টের মাধ্যমে সকল অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ করা হবে বলে আলোচনা সভায় সিন্ধান্ত গৃহিত হয়। রমযানে সিনেমা হলের অশ্লিল ছবির পোস্টার যেখানে সেখানে মারার উপর নিষেধাঙ্গা ও হোটেল গুলোতে দিনের বেলায় পর্দার ব্যবস্থা করতে হবে। রমযানে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিনা প্রয়োজনে লাইট ফ্যান চালানো থেকে সকলকে বিরত থাকার আহবান জানানো হয়। এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়, যারা এ ধরনের অপকর্ম করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।