
অনলাইন ডেস্ক ::
রাঙামাটির লংগদু উপজেলার বড়াদম এলাকায় দুর্বত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এমএন লারমা গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম ভাজাগুল চাকমা ওরফে রাজা। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
রাজা উপজেলার বড়াদম এলাকার ধীরেন্দ্র চাকমার ছেলে। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কারপন্থী গ্রুপের সদস্য ছিলেন।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াদম এলাকায় শান্তিময় চাকমার বাড়িতে ছিলেন ভাজাগুল চাকমা ওরফে রাজা। এ সময় দুর্বৃত্তরা তার বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে রাজাকে ব্রাশফায়ারে হত্যা করে।
লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, বৃহস্পতিবার মধ্যরাতে একদল সন্ত্রাসী গুলি করে একজনকে হত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।