
অনলাইন ডেস্ক ::
রাজধানীর গাবতলীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহত ও গুলিবিদ্ধ একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে গাবতলীর মধুমতি হোটেলের কাছে এ ঘটনা ঘটে। র্যাব সূত্র জানায়, নিহত বাদশা মিয়া (৩০) ও তার সহযোগীরা মহাসড়কের বিভিন্ন পরিবহনে ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
র্যাব ১০-এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দিন খান জানান, ট্রাকে করে ডাকাতি করা দলটিকে ধরার জন্য গোপন সংবাদের ভিত্তিতে গাবতলীর মধুমতি হোটেলের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় ডাকাতদের ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হলে ট্রাক থেকে র্যাবের দিকে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে বাদশা ঘটনাস্থলেই নিহত হয় ও হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।
র্যাবে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুক জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, রামদা, চাপতি ও চাকু উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে থাকা ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযানে দুই র্যাব সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।