রাজধানীতে বাসের ধাক্কায় উল্টে গেলো প্রাইভেটকার


357 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
রাজধানীতে বাসের ধাক্কায় উল্টে গেলো প্রাইভেটকার
ডিসেম্বর ১৮, ২০১৫ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা.ডেস্ক :
রাজধানীর ভাটারা থানাধীন জোয়ার সাহারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার রাস্তার ওপর উল্টে গেছে। তবে সৌভাগ্যক্রমে প্রাইভেটকারে থাকা চালকসহ তিন যাত্রীর কোনো ক্ষতি হয়নি।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারের চালক শাহজাহান জানান, গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, কিছু বুঝি নাই, হঠা‍ৎ পেছন থেকে বাসটি ধাক্কা মারে। এতে প্রাইভেটকারটি উল্টে গিয়ে রাস্তার মাঝ বরাবর আড়াআড়ি পড়ে থাকে।

তবে প্রাইভেটকারে থাকা যাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি বলেও জানান চালক শাহজাহান।

এ ঘটনায় বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তায় কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে গাড়িটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।