
সিলেটে নৃশংস ভাবে খুন হওয়া ১৩ বছরের শিশু রাজনের উপরে নির্মিত নাটক ও প্রামান্যচিত্রের জন্য গত ২০ জুলাই অর্থমন্ত্রীর বাস ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর সাথে আলোচনা করেন সাতক্ষীরার কৃতি সন্তান, টিভি নাট্য পরিচালক জি.এম. সৈকত এবং নাট্যকার জি.এম.স্পর্শ। রাজনের উপর নির্মিত নাটক ও প্রামান্যচিত্রের জন্য সার্বিক দিক নির্দেশনা নেন তারা। অর্থমন্ত্রী জি.এম.সৈকতের এই মহতি উদ্দ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন । এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়্যাম্যান আসফাক আহমেদ, সাবেক এম পি জনাব শফিকুর রহমান এবং সাংস্কৃতিক ব্যক্তিরা। সৈকত প্রামান্যচিত্রের শুটিং শেষ করে রাজনের উপর নাটক নির্মানের প্রস্তুতি নিচ্ছে। জি.এম.সৈকত বলেন-আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং সিলেট বাসীর কাছে কৃতজ্ঞ আমাদের কাজে সব ধরনের সহযোগিতা করার জন্য। আশা করছি রাজনের উপর নির্মিত নাটক ও প্রামান্যচিত্রটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।—-প্রেস বিজ্ঞপ্তি