
অনলাইন ডেস্ক
ঐতিহাসিক জয়ের পর নতুন মন্ত্রীদের নিয়ে রাজপথে শপথ নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২৭ মে রেড রোডে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।
তার যুক্তি, রাজ ভবনে শপথ অনুষ্ঠান হলে সাড়ে তিন হাজারের বেশি অতিথিকে সেখানে জায়গা দেওয়া যায় না।
অনেক বেশি মানুষের সমারোহে এ বার নিজের ঐতিহাসিক জয়ের উদযাপন চান তৃণমূলনেত্রী।
রেড রোডে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের রূপরেখা কেমন হবে, প্রস্তুতি পর্বের দেখভাল কারা করবেন, সে নিয়ে শুক্রবার দুপুর ১টায় মমতার কালীঘাটের বাড়িতেই বৈঠকও হয়েছে।
এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল একা লড়েই ২১১ আসনে জয় ছিনিয়ে এনেছে। ১৯৬৭ সালের পর এই প্রথম কোনও শাসক দল এ রাজ্যে একা লড়েছে নির্বাচনে।###