
আব্দুর রহমান মিন্টু :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম (৩৫) কে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরা সদর থানা ওসি এমদাদ শেখ ভয়েস অব সাতক্ষীরা ডট কমকে জানান, শিবির নেতা রবিউল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সহ-সভাপতি। সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে সে। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ একাধিক অভিযোগ রয়েছে। নাশকতা মামলায় সে দীর্ঘদিন পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১২ টার দিকে তাকে ভোমরা বন্দর এলাকা থেকে আটক করে।