
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-র নবনির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পূর্ব এলাকায় নির্মিত এই ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এস্তাজুল হক, ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মু. রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী, ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, ইনস্টিটিউটের সাবেক পরিচালক, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতিবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভবন উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রফেসর মহসিন-উল ইসলাম। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আমজাদ হোসেন, ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর অভিনয় চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, প্রায় ১০ বিঘা যায়গা জুড়ে আইবিএ কমপ্লেক্সের ৬ তলা বিশিষ্ট একাডেমিক-কাম-প্রশাসন ভবন নির্মাণের প্রথম পর্যায়ে ৩ তলা নির্মাণ করা হয়েছে। এর প্রতি তলায় প্রায় ১১ হাজার বর্গফুট ফ্লোর স্পেস রয়েছে। এতে প্রায় ৭.৯২ কোটি টাকা ব্যয় হয়েছে।
##
রাবি কফি শপের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ‘কফি শপ’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার বেলা ১টার দিকে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন চত্বরে এ কফি শপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমদ, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রায় ২ হাজার বর্গফুট পরিমিত ফ্লোর স্পেসের দ্বিতল বিশিষ্ট এই কফি শপে একসাথে প্রায় ৫০ জনের বসার ব্যবস্থা থাকবে বলে জনসংযোগ দফতর সুত্রে জানা যায়।