
খুলনা প্রতিনিধি :
মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী আলোচিত রাজাকার খান-এ-সবুরের নামে থাকা খুলনার খান-এ-সবুর রোডের নামফলক তুলে ফেলা হয়েছে। সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা-কর্মীরা নগরীর জোড়াগেট এলাকায় অবস্থিত নামফলকটি উপড়ে ভেঙ্গে ফেলে। ইতমধ্যে রাজাকারদের নামে সড়কের নামকরণ বাতিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টুর নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা নগরীর জোড়াগেট মোড়ে জড়ো হয়। এক পর্যায়ে তারা রোড ডিভাইডারের ওপর স্থাপিত খান-এ-সবুর রোডের নাম ফলকটি উপড়ে ফেলে। পরে তা ভেঙ্গে ফেলা হয়।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট খুলনা মহানগরীর খান-এ-সবুর সড়কের নাম প্রত্যাহার করে আগের যশোর রোড নাম ব্যবহার করতে সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দেন উচ্চ আদালত। এছাড়া ঘাতক-দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে রোববার সিটি মেয়রের সাথে মতবিনিময় করে একই দাবি জানানো হয়।এদিকে খুলনা সিটি কর্পোশেন সূত্র জানিয়েছে যেহেতু উচ্চ আদালতের আদেশ তাদের হাতে পৌচেছে সেহেতু খুলনায় খান এ সবুরের নামে সকল স্থাপনা বন্ধে আর কোন বাধাঁ নেই।