রাবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত


386 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
রাবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
মার্চ ৮, ২০১৬ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাবি শাখা ছাত্রলীগ। সোমবার বেলা ১২টায় এ উপলক্ষে তাদের দলীয় টেন্ট থেকে একটি শোভাযাত্রা বের করে তারা।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সেখানে সাত মার্চ উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এ দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জনতা জেগে উঠেছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামসহ শতাধিক নেতাকর্মী। #