
রাবি প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব হেলাল উদ্দীন আহমদ। পরে এক বর্ণাঢ্য শুভাযাত্রা বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সমিতির সভাপতি হিরু রানা বড়ুয়া মিঠুর সভাপতিত্বে রজত জয়ন্তী উৎসবের কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি রাবি উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দীন আহমেদ, রাবি প্রক্টর অধ্যাপক মোঃ মজিবুল হক আজাদ খান, রাবির ছাত্র উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুজিবুর রহমান, ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোবাররা সিদ্দীকা, সাবেক ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন, সাবেক প্রক্টর তারিকুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়। সন্ধ্যায় এ উপলক্ষে মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সমিতির সাবেক ও বর্তমান তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।##