
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের নবনিযুক্ত প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান বৃহস্পতিবার দুপুর ১টায় দায়িত্বে যোগদান করেছেন। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক।
যোগদানের জন্য অধ্যাপক মশিহুর জনসংযোগ দপ্তরে পৌছালে বিদায়ী প্রশাসক অর্থনীতি বিভাগের প্রফেসর মো. ইলিয়াছ হোসেন তাঁকে স্বাগত জানান। এরপর বিদায়ী প্রশাসক তাঁর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ এবং জনসংযোগ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নবনিযুক্ত প্রক্টর মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. মুজিবুল হক আজাদ খান ও ছাত্র-উপদেষ্টা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমানও দুপুরে নিজ নিজ দায়িত্বে যোগদান করেন।