
অনলাইন ডেস্ক ::
অফিসার পদে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ৫৪৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গঠিত ব্যাংকার্স সিলেকশন কমিটির এ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনালী ব্যাংকে ৩৩৬ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৬২ জন, কর্মসংস্থান ব্যাংকে ২০৮ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৪১ জনসহ মোট ৫৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে এই ঠিকাানায় www.erecruitment.bb.org.bd আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়স ২০১৮ সালের পহেলা অক্টোবর পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সব প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুসারে ১৬০০০-৩৮৬৪০ স্কেলে বেতন দেওয়া হবে।