
কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জের তারালীর রহিমপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ২ কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ারের পিতা। রোববার বাদ জোহর রাষ্ট্রিয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। মত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থার পর স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন বলে জানা যায়। বাদ জোহর তাকে দাফন কালে সাতক্ষীরা পুলিশ লাইনের এস.আই আশরাফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ, কালিগঞ্জ এসিল্যান্ড, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, ডেপুটি কমান্ডার আবদুল হাকিম, মুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, নলতা ইউনিয়ন কমান্ডার গোলাম রসুল নলতা হাসপাতালের পরিচালক ডা: আবুল ফজল মাহমুদ বাপী, হিসাব রক্ষক মাহবুব আলম পল্টু, রেডিও নলতার কারিগরী সহকারী আশাউজ্জামান খান জ্যোতি, উপস্থাপক রবি, এনামুল হক, মমিনুর, বিপ্লব, সাব্বির হোসেন, সাবিহা ইসলাম, প্রতিমা রানী, রাজিয়া সাথী, রাশিদা আক্তার, সংবাদ বিভাগের প্রধান রবিউল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল্লাহ আল মামুন, এম এ মান্নান সহ মুক্তিযোদ্ধা এবং গ্রামবাসী।