
অনলাইন ডেস্ক ::
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজল কমার্সিয়াল ব্যাংক করপোরেশনের (আরসিবিসি) সাবেক কর্মকর্তা মায়া সান্তোস দেগিতো দোষী সাব্যস্ত হয়েছেন।
দেশটির একটি আঞ্চলিক আদালত বৃহস্পতিবার এই রায়ে দেগিতোকে দোষী সাব্যস্ত করে মামলার প্রতিটি ধারায় ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করে বেল ডেইলি ইনকোয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে।