
অনলাইন ডেস্ক ::
হাতে ফুলের কলি কিংবা তোড়া। দীর্ঘ লাইনে দাঁড়ানো অগণিত জনতা। কারও চোখের নিচে শুকিয়ে যাওয়া জলের দাগ, কারও কারও মুখ বিমর্ষে মলিন। এমনভাবেই সেই লাইনে দাঁড়িয়ে কিংবদন্তি কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুকে বিদায় জানালেন ভক্তরা। এটাই শেষ বিদায়। রূপালি গিটার হাতে আর কোন দিন ভক্তরা দেখা পাবে না এ কিংবদন্তির।
কিংবদন্তির এই আকস্মিক চলে যাওয়া আঁচড় কেটেছে অসংখ্য মানুষের মনে। তার চির বিদায় ভক্তদের গভীর বিষাদে ভাসিয়ে। আর বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এই মহীরূহের আইডিকে ইতিমধ্যে স্মরণীয় বা ‘রিমেম্বারিং’ করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
আইয়ুব বাচ্চুর ফেসবুক আইডিতে দেয়া এক বার্তায় সংস্থাটি জানায়, ‘আমরা আশা করি যে যারা আইয়ুবকে ভালোবাসেন তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’
নিজের ব্যান্ড এলআরবি‘র (লাভ রানস ব্লাইন্ড) মাধ্যমে বাংলাদেশে রক মিউজিক জনপ্রিয় করা আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় মারা যান।