
স্টাফ রিপোর্টার::
রিকসাভ্যান শ্রমিক ইউনিয়ন, বাসদ ও সিপিবির সাথে নাগরিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায়, ১টায় এবং সন্ধ্যায় পৃথক পৃথক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রিকসাভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, গত ১৫ মে তারিখ থেকে হঠাৎ করে আমাদের রুটি রুজির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা প্রায় ১০ হাজার ভ্যিান রিসকা চালকরা বেকার হয়ে পড়েছি। আমাদের পরিবার পরিজন আজ অর্ধাহারে অনাহারে জীবন জাপন করছি।
বর্তমান যুগ ডিজিটাল যুগ সারা দেশে ইঞ্জিনচালিত রিসকা ভ্যানে চড়ে মানুষ অল্প সময়ে তার নিজ গন্তব্য স্থানে পৌয়াছেন। দেশের ৬৪ জেলার মধ্যে একমাত্র সাতক্ষীরা ছাড়া অন্য কোথাও ইঞ্জিনচালিত রিসকা ভ্যান বন্ধ করা হয়নি। তবে কেন জেলা প্রশাসক বার বার আমাদের রুটিরুজির উপর আঘাত করছেন আমরা জানি না।
সিপিবি ও বাসদের সাথে মতবিনিময়ে নেতৃবৃন্দ রিকসা ভ্যান সমস্যা ঘন ঘন লোডশেডিং এর তীব্র সমালোচনা করেন। তারা বলেন প্রতিদিন গড়ে প্রায় বার থেকে চৌদ্দ ঘণ্টা বিদ্যৎ থাকে না এবং পল্লী বিদ্যুৎ গ্রাহকদের দিনে বিশ ঘণ্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় খাকতে হচ্ছে।
এই সকল ঘটনায় সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। বক্তারা বলেন, প্রশাসনের ক্ষমতা নেই রাতা-রাতি যানবাহনের সমস্যর সমাধান করা। যেকারনে বৈধ বিকল্প যানবাহনের ব্যবস্থা করার মধ্য দিয়েই স্বাভাবিক প্রক্রিয়ার সমস্যর সমাধান করতে হবে।
এসব মতবিনিময় সভায় জেলা নাগরিক কমিটির আহবায়ক মো: আনিসুর রহিমের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, এড. শেখ আজাদ হোসেন বেললা, এড. ফাহিমুল হক কিসলু, আনোয়ার জাহিদ তপন, শপন কুমার শীল, নিত্যা নন্দ সরকার, মিজানুর রহমান, আলীনুর
খান বাবুল, জেলা রিসকা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল জলিল, মমিন হাওলাদার, আবুল কাশেম, রেজাউল, মোহাম্মদ আলী, মিলন, আব্দুল গফুর ও মতিয়ার রহমান প্রমুখ।
সিপিবির কমরেড আবুল হোসেন এবং বাসদের সাথে মতবিনিময়ে নিত্যান্দ সরকার ও আবু তালেব উপস্থিত ছিলেন। সভায় আগামী ২২ মে সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানবনবন্ধ সফল করার আহবান জানান।
##