রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল


586 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
মার্চ ৩০, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

 

কালবৈশাখীর কারণে রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে।

শুক্রবার ঢাকা মহানগর মহিলা কলেজে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পরীক্ষার সময় কালবৈশাখীর কারণে দুই দফায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। পরীক্ষার্থীদের অনেকেই অন্ধকারে ঠিকমতো লিখতে পারেননি। এ কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি। এর আগে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়। ৩২৮টি পদের বিপরীতে প্রায় চার হাজার চাকরিপ্রত্যাশী রূপালী ব্যাংকের ক্যাশ অফিসার পদে লিখিত পরীক্ষায় অংশ নেন।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া সমকালকে বলেন, ঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় রূপালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগে শুক্রবারের লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার বৈঠক করে পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে তা জানিয়ে দেওয়া হবে।

মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া আরও জানান, শুক্রবার সকালে ঢাকার ৯৫টি কেন্দ্রে সোনালী ব্যাংকের অফিসার পদের জন্য এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮১০টি পদের জন্য দুই লাখ ৭৪ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এ পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়।