
সোহরাব হোসেন সবুজ:
বৃহষ্পতিবার দুপুর আড়াইটা থেকে রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান “সাতক্ষীরার গর্ব” নামক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রেডিও নলতার স্টুডিও কাঁপিয়িছেন বাংলাদেশ জাতীয় দলের বাহাতি ড্যাসিং ওপেনার সৌম্য সরকার এবং সাতক্ষীরা এক্সপ্রেস খ্যাত মুস্তাফিজুর রহমান। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারুক আহমেদ, নলতা হাসপাতালের পরিচালক ডা: আবুল ফজল মাহমুদ বাপ্পি, নলতা হাসপাতাল প্রস্থেটিক সেন্টারের পরিচালক ডা: জসিমউদ্দিন, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, টেকনিক্যাল প্রযোজক আশাউজ্জামান খান জ্যোতি, বিজয় টিভির ক্যামেরাম্যান ফরহাদ হোসেন, রেডিও নলতার উপস্থাপক ইমন, সাথী, সাবিহা ইসলাম, রবি, প্রতিমা, ফরহাদ, সোহেল, সংবাদ বিভাগের প্রধান রবিউল ইসলাম সহ রেডিও নলতার অসংখ্যা সেচ্ছাসেবক। শুরুতেই তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠান চলাকালে তারা ফোনের মাধ্যমে সরাসরি শ্রোতাদের সাথে কথা বলেন। অনুষ্ঠানে তারা তাদের ব্যক্তিগত ও ক্রিকেট জীবন সম্পর্কে অনেক কথা বলেন শ্রোতাদের উদ্দেশ্যে এবং বলেন সাতক্ষীরা তথা সারা বাংলাদেশের মানুষ যেন সবসময় তাদের পাশে থাকে। সেই সাথে তারা সর্বসাধারনের কাছে দোয়া প্রার্থনা করেন যাতে ভবিষতে তারা দেশের জন্য অনেক বড় কিছু করতে পারে। এসময় সাতক্ষীরার গর্ব সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান কে এক নজর দেখার জন্য হাজারো মানুষের ঢল নামে রেডিও নলতার নিচ তলার নলতা হাসপাতাল প্রাঙ্গনে।