
সুকুমার দাশ বাচ্চু , কালিগঞ্জ :
রেডিও অনুষ্ঠানের মান উন্নয়নে ৯মে সোমবার সকাল ১০ টায় রেডিও নলতার হল রুমে রেডিও নলতার সহযগিতায় । দুই দিন ব্যাপি কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কৃষি তথ্য সার্ভিসের গণসংযোগ বিভাগের উপ-পরিচালক ড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন প্রজোযকদরে যথাযথ প্রশিক্ষন গ্রহন করে রেডিওকে গনমুখি করতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কর্মশালা পরিচালনা করেন কৃষি তথ্য সার্ভিসের তথ্য অফিসার মঞ্জুর হোসেন, রেডিও ভেরিতাস এশিয়ার সাবেক উপস্থাপক দিলিপ মজুমদার, কৃষি তথ্য সার্ভিসের আর আর আই ও সি সি আই পি লিড এর কমিউনিকেশন কনসালটেন্ট সাইফুদ্দিন আহম্মেদ ভূঁইয়া সবুজ,ইকুইপমেন্ট টেকনিশিয়ান তাপস গমেজ , স্কিপ রাইটার আমিনুল ইসলাম ,কনটেন্ট ম্যানেজার মোঃ হাসান। দুই দিন ব্যাপি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বিত করেন নলতা হাসপাতালের পরিচালক ডা: আবুল ফজল মাহমুদ বাপ্পি, অনুষ্টানটি পরিচালনা করেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ার। দুই দিন ব্যাপি এই কর্মশালায় রেডিও নলতার ১২ জন অনু্ষ্ঠান বিষয়ক প্রযোজক অংশগ্রহন করেন।