রেডিও নলতা পরিদর্শন করলেন এডিবি’র কর্মকর্তারা


652 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
রেডিও নলতা পরিদর্শন করলেন এডিবি’র কর্মকর্তারা
আগস্ট ৩, ২০১৫ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সোহরাব হোসেন সবুজ, নলতা:
সাতক্ষীরার প্রথম কমিউনিটি রেডিও, রেডিও নলতা ৯৯.২ এফ.এম পরিদর্শন করলেন দাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও কোষ্টাল ক্লাইমেট রিসাইলেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন বাংলাদেশ (সিসিআরআইপি) এর কর্মকর্তাবৃন্দ। সোমবার তারা রেডিও নলতার বিভিন্œ প্রগাম- কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন, বিনোদনসহ অনুষ্ঠানগুলো সম্পর্কে তথ্য নেন। পরিদর্শনে দাতা সংস্থার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিদর্শক দলের প্রধান রেজাউল করীম খান, পরিদর্শক দলের সদস্য জাহিদ আহমেদ, আর. সেন সুপ্তা, সহিদুল আলম এবং প্রজেক্ট প্ররিচালক লুৎফর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, টেকনিক্যাল ইনচার্জ আশাউজ্জামান খান, প্রযোজক সাবিহা ইসলাম, প্রতিমা রাণী, সোহেল বিশ্বাস, সাথী, শিল্পী ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, রবিউল ইসলাম, আমির আলী প্রমূখ।