রেশমা অক্তার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত : সাহায্যের আবেদন


572 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
রেশমা অক্তার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত : সাহায্যের আবেদন
মার্চ ২৮, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

মাহবুবার রহমান ::
রেশমা অক্তার (২৯) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কলিকাতার আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার জরুরী অপারেশনের প্রয়োজন। তার এই অপারেশনের খরচ পড়বে প্রায় দেড় লক্ষ টাকা। দরিদ্র পিতার পক্ষে তার এই চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্ভব নয়। ফলে বিনা চিকিৎসায় রেশমা প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছে। রেশমা খুলনা জেলার কয়রা থানার ২নং কয়রা গ্রামের এলেম সিকদারের মেয়ে। রেশমা তার এই ব্যায়বহুল চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার চিকিৎসা সেবায় এগিয়ে আসতে চান তাহলে, রেশমা অক্তার, সোনালী ব্যাংক, কয়রা শাখার সেভিংস একাউন্ট নং ০০২১৫২৬৮১ অথবা ০১৯৪২-২৯৫০২০ নং মোবাইলে বিকাশ করার জন্য সবিনয় অনুরোধ করা হলো।