রোনালদোর গোল উৎসবে দুর্দান্ত জয় রিয়ালের


346 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
রোনালদোর গোল উৎসবে দুর্দান্ত জয় রিয়ালের
মার্চ ১৯, ২০১৮ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
লা লিগায় প্রথম দেখায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল জিরোনা। দ্বিতীয় দেখায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের জালে তিনবার বল পাঠালেও বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা দলটির। রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনাকে ৬-৩ গোলে হারিয়েছে রিয়াল। গোল উৎসবের এই ম্যাচে ৮ গোল করেছেন ক্রিশ্চিয়োনা রোনালদো।

প্রথম গোলটিও আসে রোনালদোর নৈপুণ্যে। ম্যাচের ১১ মিনিটে টনি ক্রুসের বাড়ানো বলে গোল করেন পর্তুগিজ তারকা। ২৯তম মিনিটে সমতায় ফেরে জিরোনা। স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স গ্রানেলের দারুণ ফ্রি-কিকে উরুগুয়ের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান স্তুয়ানির বুলেট হেডে সমতায় ফেরে জিরোনা। প্রথমার্ধ শেষে স্কোর লাইনও ছিল ১-১ গোলের।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে আবারও এগিয়ে দেন রোনালদো। ৫৮তম মিনিটে ব্যবধান বাড়ায় ভাসকেস। ৬৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।৬৭তম মিনিটে স্তুয়ানির গোলে ব্যবধান কমায় জিরোনা। ৮৬তম মিনিটে দলের ব্যবধান ৫-২ করেন বদলি নামা গ্যারেথ বেল। ৮৯ মিনিটে স্কোরলাইন ৫-৩ করেন রামিরেস লোপেস। তবে যোগ করা সময়ে আরেকটি গোল করে জিরোনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রোনালদো।

এই জয়ের ফলে ২৯ ম্যাচে ১৮ জয় ও ছয় ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফিরেছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৫। ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।