
অনলাইন ডেস্ক ::
জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচের ফর্ম লিগেও দেখাচ্ছেন তারকা ফুটবলাররা। লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহ রেকর্ড করে ম্যাচ জিতিয়েছেন। রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল একই ফর্ম দেখিয়েছেন লা লিগায়। করেছেন দুই গোল। বেলের পাশাপাশি ফর্মহীন করিম বেনজেমার গোলে লাস পালমাসের মাঠে ৩-০ ব্যবধানের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের তারকা খেলোয়াড়রা খেলেননি এই ম্যাচে। এছাড়া আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করা ইসকোও ছিলেন না দলে। জিদান খেলাননি মার্সেলো, টনি ক্রুস ও রিয়াল অধিনায়ক রামোসকে। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে জিদান যে কোনো ঝুঁকি নিতে রাজি নন!
২৬ মিনিটে মদ্রিচের দারুণ পাস থেকে বুলেট গতির শটে রিয়ালকে প্রথম লিড এনে দেন বেল। এরপর ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান্স দলে বাতিলের খাতায় পড়া স্ট্রাইকার বেনজেমা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার পেনাল্টি পায় রিয়াল। এবার স্পট কিকে থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন বেল।
পরে আরো গোল করার সুযোগ পেয়েছেন বেল-বেনজেমা, কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। ৮০তম মিনিটে দারুণ এক বাঁকানো শট নিয়েছিলেন বেল, কিন্তু গোলে রাখতে না পারায় হ্যাটট্রিক করার সুযোগটি হাতছাড়া করেন। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
জিদানের জন্য স্বস্তির কথা এ ম্যাচে গোল না খাওয়া। চলতি মৌসুমে কী লা লিগা, কী চ্যাম্পিয়ন্স লিগ— গোল খাওয়া যে জিদানের দলের অভ্যাসে পরিণত হয়েছিল!