
নাজমুল আলম মুন্না :
শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদরের লাবসা পলিটেকনিক মোড়ে মাইক্রো-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে যানবহন দুটি দুমড়ে মুচড়ে দলা হয়ে গেছে। এতে আহত হয়েছেন কাটিয়া ঢালী পাড়ার মনা ঢালীর ছেলে রায়হান ঢালী ২৭, তার স্ত্রী আখি আক্তার ২০, শাশুড়ী নাছিমা বেগম ৪৫ ও চাচি শাশুড়ী মমতাজ বেগম ৪৬।
জানা যায় শুক্রবার সকাল ১০টায় কাটিয়া হতে ইজি বাইকে করে কলারোয়ায় ভাগনের মুসলমানি অনুষ্ঠানে যাওয়ার পথে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মাইক্রোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। এবিষয়ে সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সোমা রানী দাস জানান আহতের সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের হাত পা ভেঙ্গে গেছে ,একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিওে গেছে। তবে সবাই আশহ্ণামুক্ত। সদর থানার পুলিশ সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া যানবহন দুটি হেফাজতে নিয়ে থানায় নিয়ে এসেছে। তবে কোন মামলা হয়েছে কিনা থানা সুত্রে জানা যায়নি।