
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি সিনেমা হলে এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অঙ্গরাজ্যের লাফায়েট শহরের একটি সিনেমা হলে এ ঘটনা ঘটে।
লাফায়েট শহরের পুলিশ প্রধান জিম ক্রাফট এক সংবাদ সম্মেললে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জিম উল্লেখ করেন, “৫০ বছর বয়সী ওই শ্বেতাঙ্গ বন্দুকধারী প্রায় ছয়টি গুলি চালিয়েছেন। এতে দুই ব্যক্তি ও বন্দুকধারী নিজেই নিহত হন”। সিনেমা শুরু হওয়ার ২০ মিনিট পর গোলাগুলি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে কর্নেল মাইক অ্যাডমোন্সন বলেন, “ওই ঘটনার পর অন্যান্য সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত লুইজিয়ানার গর্ভনর ববি জিন্দাল ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের জন্য তিনি সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানান।