
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা জেলাধীন আশাশুনি উপজেলার আশাশুনি কলেজ এর ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেফটেন্যান্ট মোঃ এছাহক আলী (বিটিএফও) কে ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রদান করা হয়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস, এনডিসি, পিএসসি এবং পরিচালক (প্রশিক্ষণ ও ভর্তি) লেঃ কর্ণেল মোঃ গোলাম ফারুক, জি গত ২৪ মার্চ ২০১৬ ইং তারিখ বিকাল ৩.৩০ ঘটিকায় সদর দপ্তর বিএনসিসি’র কনফারেন্স রুম, উত্তরা, ঢাকা-এ র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। ক্যাপ্টেন মোঃ এছাহক আলী ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ¯œাতকোত্তর ডিগ্রী পাশ করে ১৯৯৮ সালে ১০ জুন আশাশুনি কলেজে ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কাজ শুরু করেনে। তিনি ১৯৯৯ সালে ২৫ মার্চ বিএনসিসিতে প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগদান করেন এবং ২০০২ সালে বাংলাদেশ মিলিটারী একাডেমী, ভাটিয়ারী, চট্টগ্রামে প্রি-কমিশন ট্রেনিং সফলতার সাথে সম্পন্ন করেন এবং ২০০৪ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। ২০০৭ সালে লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি সুন্দরবন রেজিমেন্ট, শিরোমনি, খুলনা এর ই-কোম্পানীর অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। তিনি বহু সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে জড়িত। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, পাঠাগার, শিক্ষা প্রতিষ্ঠানসহ যুব উন্নয়নে মিশে আছেন। দুর্নীতি দমন কমিশন এর সাতক্ষীরা জেলা কমিটির একজন সম্মানিত সদস্য। ক্যাপ্টেন মোঃ এছাহক আলী সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মরহুম মোঃ রমজান আলী সরদার ও মিসেস সমেওবান বিবি এর পুত্র। তিনি বিবাহিত এবং এক পুত্র ও দুই যমজ কন্যার গর্বিত জনক।