
এস এম সেলিম হোসেন॥
সাতক্ষীরা ল কলেজের এল এল বি প্রথম ও শেষ পর্বের শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ল কলেজের নিজস্ব ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজে অধ্যক্ষ এড. এস এম হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও ল কলেজ সভাপতি নাজমুল আহসান। এসময় বক্তব্য রাখেন ল কলেজের সিনিয়ির প্রভাষক এড. অরুণ কুমার ব্যানার্জী, সিনিয়র প্রভাষক এড. শেখ সিরাজুল ইসলাম, সিনিয়র প্রভাষক এড. হোসনেয়ারা হক, প্রভাষক এড. আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ, প্রভাষক এড. শহীদ হাসান বাবু, প্রভাষক নাজমুন নাহার ঝুমুর, প্রভাষক এড. লাকি ইয়াছমিন। এছাড়াও বক্তব্য রাখেন ল স্টুডেন্ট ফোরামের সভাপতি নাজমুল হক, সহ- সভাপতি আব্দুর রব পলাশ, শেখ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দিন সাজু, সাইদুর রহমান সাইদ, সাইফুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি নাজমুল আহসান কৃতি শিক্ষার্থীদের কোট পিন পরিয়ে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ল কলেজ গভানিং বোডির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুস সবুর, ল কলেজ গর্ভানিং বোডির সদস্য আবু নাছিম ময়না, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম, এড. আবুল হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মুহাঃ মুনির উদ্দিন। এসময় প্রধান অতিথি বলেন আইন শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইন শিক্ষা গ্রহণ করে কোন মানুষের কোন ক্ষতি হয়নি। বরং নিজের জন্য আইন সম্পর্কে জ্ঞান রাখা প্রয়োজন।