শতাধিক নেতাকর্মী নিয়ে জজকোর্টের সামনে নুরের অবস্থান


194 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শতাধিক নেতাকর্মী নিয়ে জজকোর্টের সামনে নুরের অবস্থান
অক্টোবর ৮, ২০২২ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আটক নেতাকর্মীদের মুক্তির দাবি

অনলাইন ডেস্ক ::

ছাত্রলীগের হামলা ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে শতাধিক নেতাকর্মী নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে অবস্থান নিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টনের গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে গুলিস্তান, রায়সাহেব বাজার এলাকায় হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সামনে এসে অবস্থান নেয়।
এরআগে গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় হামলা চালায় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদ এই স্মরণ সভার আয়োজন করে।

এসময় সমাবেশস্থলে থাকা চেয়ার ও মাইক ভাঙচুর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুড়িয়ে দেওয়া হয় ব্যানার-ফেস্টুনও। এতে পণ্ড হয়ে যায় ছাত্র অধিকার পরিষদের ডাকা সমাবেশ।

হামলায় ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে সেখানেও হামলার শিকার হয়।