
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড.শফিউল ইসলামের নির্মম হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ র্যালী করেছে রাবি শিক্ষক সমিতি।
রোববার সকালে র্যালীটি সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, সমাজ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. শফিউল ইসলামের বিচারের ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। তাকে হত্যার এক বছর অতিক্রান্ত হলেও বিচারের তেমন কোন অগ্রগতি হয়নি। তবে এদেশের সরকার চাইলে এ হত্যার বিচার খুব দ্রুত কার্যকর করতে পারেন। তাই আমরা সরকারের কাছে এই হত্যার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, আমরা খুবই আশাবাদী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দ্রুত প্রকৃত অপারাধীদের বিচার করে তাদের উপযুক্ত শাস্তি দিবেন। আর তা নাহলে বক্তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন।
এসময় সমাবেশে প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিল।