
আগামী ১৩ মে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, সাবেক এমপি, সাবেক ছাত্র নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সাতক্ষীরা আগমন উপলক্ষ্যে শহর বিএনপির প্রস্তুতিমুলক সভা ১০ মে সন্ধ্য্ া৭টায় পলাশপোল শহর বিএনপির অস্থায়ী কার্যালয়ে শহর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক ছাত্র নেতা রহমতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা শেখ তারিকুল হাসান।
শহর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা আলহাজ্ব মাসুম বিল্লাহ শাহিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা অধ্যাপক শের আলী, অধ্যাপক মোশাররফ হোসেন, তালা থানা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,
আব্দুল জলিল খোকন, ওলিউর রহমান ওলি, ইলিয়াস হোসেন, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক জয়নাল, অরিফ হোসেন, মতিনুর রহমান কচি, মনি, পলাশ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, আগামী ১৩ মে কেন্দ্রীয় বিএনপি নেতার আগমন ও প্রতিনিধি সভা সফল করার জন্য শহরের ৯টি ওয়ার্ডের সকল নেতা
কর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিনিধি সভায় উপস্থিত থেকে সকল কর্মসুচি সফল করার এবং আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরার সকল আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার আহবান জানান।(প্রেস বিজ্ঞপ্তি)
##