
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা শহর শাখা’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী স্বাক্ষরিত শহর শাখা’র আহবায়ক কমিটি অনুমোদন দেন। এ কমিটির আহবায়ক কাজী জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক এড. সাইদুজ্জামান (জিকো), শেখ আব্দুল হালিম, শেখ জিয়াউল হক বনি ও সদস্য সচিব এস.এম জিল্লুর রহমান রিপনসহ ৩৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী তিন মাসের মধ্যে সকল ওয়ার্ডের কমিটি গঠন করবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, মাজহারুল আজম, এড. নজরুল ইসলাম, কাজী আবু তাছিম, নুর মনোয়ার, জালাল উদ্দীন, মাহবুব হাসান খান চৌধুরী প্রমুখ।