
কলারোয়া প্রতিনিধি ::
কলারোয়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। ২০১৬-১৭ অর্থ বছরে বাষির্ক উন্নয়ন কর্মসূচী (এ.ডি.বি)’র অধীনে উপজেলার ১০৮ জন শারীরিক প্রতিবন্ধী দুঃস্থ মানুষের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়।
এরমধ্যে ৮৪ জনের মাঝে হুইল চেয়ার ও ২৪ জনের মাঝে ক্রাচ বিতরণ করা হয় বলে জানা গেছে। উপজেলা সমাজসেবা অফিসের সামনে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।
##