
অনলাইন ডেস্ক ::
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি স্বর্ণবারসহ দুই নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাস্কাট থেকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম হয়ে শাহজালালে পৌঁছলে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা তাদের আটক করে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান সমকালকে জানান, গোপন সংবাদে ফ্লাইটের ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চার কেজি ৬শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা। আটক নারীদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
##