
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক-গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
এ ঘটনায় নুরুল ইসলাম নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন জোনের টয়লেট থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক-গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টয়লেটে অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
টয়লেটের মধ্যে একটি পরিত্যক্ত ঝুড়ির মধ্যে এই স্বর্ণ টিস্যু পেপার দিয়ে মোড়ানো ছিল বলেও জানান মঈনুল খান।
উদ্ধার হওয়া এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় আট কোটি টাকা বলে জানা যায়।—সুত্র:- বাংলানিউজ।