
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ওজনের ৩৫টি স্বর্ণের বারসহ আবুধাবীফেরত এক যাত্রীকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।
রবিবার সকাল ৯টায় দিকে আনুমানিক দুই কোটি মূল্যের ওই স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক ফয়সাল হাসান (৩০) চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঢাকা কাস্টমসের প্রিভেন্টিভ দলের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, ”আটক ফয়সাল সকালে বিমানবন্দরে অবতরণ করেন। বোর্ডিং ব্রিজের কাছে ফয়সালের হাঁটা সন্দেহজনক মনে হওয়ায় তার শরীর তল্লাশি করা হয়। এসময় ফয়সাল হাসানের দুই পায়ে স্কচটেপ দিয়ে আটকানো ৩৫টি সোনার বার পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি টাকা বলেও জানান শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান।—সুত্র:-বাংলাদেশ প্রতিদিন।