
মাহফিজুল ইসলাম আককাজ ::
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জাতীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ রবিউল আখতার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘নতুন প্রজন্মের শিক্ষার্থীদের যুযোপযোগি, মান সম্মত শিক্ষা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের মূল সহায়ক ক্রীড়া ও সংস্কৃতি। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। শিক্ষার্থীদের আদর্শবান ও দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আগামীর দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল বিশ^াস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বাঁকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা ইয়াসমিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, পৌর ০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন প্রমুখ। এসময় বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় ও বাঁকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহাদাতুল ইসলাম ও চন্দনা বসু।