
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে শুক্রবার নবম দিনের মত ফেরি চলাচল বন্ধ রয়েছে।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম খান জানান, নদীতে কোনো নাব্য সংকট নেই। নদীর তীব্র স্রোতই মূল সমস্যা। স্রোতের কারণে ঠিকমত ড্রেজিং করা যাচ্ছে না। চ্যানেলে ৯ ফুটের মতো পানি আছে। তবে ফেরির দুর্বল ইঞ্জিন স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারছে না। চ্যানেল কাটার কাজ চলছে। পুরো চ্যানেল কাটতে ১০/১২ দিন সময় লাগবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ১৮টি ফেরি চলাচল করে। এই নৌরুটে নৌ চ্যানেল অপ্রশস্ত। এছাড়া পদ্মা নদীর নাব্য সংকট ও তীব্র স্রোতে ফেরি চলাচল করতে পারছে না।
এদিকে ঘাট এলাকায় শুক্রবারও ৫ শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।—সৃত্র বাংলাদেশ প্রতিদিন।