শিশু বিবাহ প্রতিরোধে সংগৃহীত গনস্বাক্ষর খুলনা জেলা প্রশাসককে হস্তান্তর


421 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শিশু বিবাহ প্রতিরোধে সংগৃহীত গনস্বাক্ষর খুলনা জেলা প্রশাসককে হস্তান্তর
মার্চ ১৯, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::
“শিশু বিবাহ ও জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ ও নারী পুরুষের সাম্যতা” নিশ্চিত করনের জন্যে সংগৃহীত গনস্বাক্ষর খুলনা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার সকাল খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ আবদুল সাদী।
“আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল ২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনে’র বাস্তবায়িত নবযাত্রা প্রকল্প বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৮, ৫৬, ১১৬ জন উপকারভোগীদের নিয়ে কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মতিউর রহমান, দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক কুদ্দুস আলী ফকির, নবযাত্রা প্রকল্পের ডিসিওপি সর্দার জাহাঙ্গীর হোসেন, ইয়ুথ ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট মো. আশিক বিল্লাহ, বাস্তবায়ন কারী সংস্থা সুশীলনের উপ-পরিচালক মো. রফিক। সংবাদ সম্মেলনে প্রেস নোট উপস্থাপন করেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মোক্তার হোসেন। এছাড়া ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৬০ জন সাংবাদিক কনফারেন্সে উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি শাহ আবদুল সাদী বলেন, উপকুলীয় ও প্রান্তিক এলাকায় নবযাত্রা নি¤œ আয়ের মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মধ্যে খুলনা বিভাগে বাল্য বিবাহের হার সবচেয়ে বেশি এবং সাতক্ষীরাতে আরও বেশি। এসব অঞ্চলে সাময়িক ভাবে বাল্য বিবাহ বন্ধ করা হলেও ফলো আপ না করায় এটি একেবাওে বন্ধ করা সম্ভব হচ্ছে না।
##