শি জিনপিং চীনের ‘আজীবন প্রেসিডেন্ট’


377 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শি জিনপিং চীনের ‘আজীবন প্রেসিডেন্ট’
মার্চ ১১, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
চীনের শীর্ষ নেতার নির্দিষ্ট মেয়াদের সময়সীমা প্রত্যাহারের প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং এটি কার্যকর হলে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ‘আজীবন ক্ষমতায়’ থাকতে পারবেন।

বিবিসি অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে রোববার সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। পার্লামেন্টে অনুমোদনের পরই এটি কার্যকর হবে।

নব্বই’র দশকে চীনে প্রেসিডেন্টের জন্য দু’মেয়াদ নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ একজন দু’মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেন না।

২০১২ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের পর শি জিনপিংয়ের মেয়াদ ২০২৩ সালে শেষ হওয়ার কথা। কিন্তু এখন প্রেসিডন্টের জন্য নির্দিষ্ট মেয়াদের বিধান প্রত্যাহার করে নেয়ায় তিনি ‘আজীবন ক্ষমতায়’ থাকতে পারবেন।

চীনে ন্যাশনাল পিপলস কংগ্রেসই নীতি নির্ধারণে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। যদিও মনে করা হয় যে এখানে শীর্ষ নেতার ইচ্ছারই প্রতিফলন ঘটে।

কংগ্রেসে ২ হাজার ৯৬৪টি ভোটের মধ্যে মাত্র দুজন প্রতিনিধি এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন; আর ভোটদানে বিরত ছিলেন তিনজন।

তবে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি নিয়ে ব্যাপক সমালোচনাও হচ্ছে। কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে একে প্রয়োজনীয় একটি সংস্কার হিসেবে বলা হচ্ছে।