
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
দক্ষিণ এশিয়ান গেমসের এবারের আসরে বাংলাদেশকে চতুর্থ সোনার পদকটি এনে দিয়েছেন শাকিল আহমেদ। বুধবার ৫০ মিটার পিস্তলে সোনা জিতেছেন এই শুটার।
ভারতের গুয়াহাটি ও শিলংয়ে হওয়া এস এ গেমসের দ্বাদশ আসরে এর আগে সাঁতার থেকে দুটি ও ভারোত্তোলন থেকে একটি সোনার পদক এসেছিল।
বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত, ভারোত্তোলনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়ে।
সাঁতারে মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনা জয়ের পর ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও সেরা হন মাহফুজা আক্তার শীলা।