শেখ ইমাম উদ্দীন স্মৃতি সংসদের আহবায়ক কমিটি গঠন


650 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শেখ ইমাম উদ্দীন স্মৃতি সংসদের আহবায়ক কমিটি গঠন
আগস্ট ১২, ২০২০ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

খুলনার পাইকগাছার কপিলমুনিতে অবস্থিত সহচরী বিদ্যামন্দির খুলনা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত শেখ ইমাম উদ্দিনের স্মৃতি সংরক্ষণের জন্য তার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে শেখ ইমাম উদ্দিন স্মৃতি সংসদ গঠিত হয়েছে।এই সংসদ পরিচালনায় একটি আহবায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটি নিম্নরুপ:
১। ড. স,ম আলী রেজা, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-আহবায়ক
২। শেখ আব্দুল্লাহ আল মামুন, এজিএম,লিডস কর্পোরেশন লিমিটেড,ঢাকা
৩। জিএম আমিনুল ইসলাম, ফরেন এক্সপার্ট (সহকারী অধ্যাপক), দি স্টেট ব্যুরো অব ফরেন এক্সপার্ট, গুয়াংজু, চীন
৪। মোঃ কবির আহমেদ, প্রধান শিক্ষক, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির
৫। মোঃ আইয়ুব আলী মোড়ল, ডেপুটি জেনারেল ম্যানেজার, ইউনিমেড এন্ড ইউনিহেল্থ ফার্মাসিটিক্যাল লিমিটেড, ঢাকা
৬। এ.কে.এম সাঈদ হোসেন, যুগ্ম পরিচালক, ব্যাংক পরিদর্শন বিভাগ-২, প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, মতিঝিল, ঢাকা
৭। শেখ কামরুজ্জামান প্রিন্স, কর্পোরেট প্রধান, জেনুইটি সিস্টেমস লিমিটেড, ঢাকা
৮। জিএম এনায়েত আলী, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ
৯। ড. তপন সরকার, সহযোগী অধ্যাপক ও পরিচালক, গ্রিফিথ বিজনেস স্কুল, গ্রিফিথ ইউনির্ভাসিটি, ব্রিজবেন, অস্ট্রেলিয়া
১০। অধ্যাপক ডাঃ মোহা. শেখ শহীদ উল্লাহ, বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলোজী বিভাগ, আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ, যশোর ও দপ্তর সম্পাদক, বিএমএ,কেন্দ্রীয় কমিটি
১১। শেখ হাফিজুর রহমান, বিশেষ জজ (জেলা ও দায়রা জজ), বিশেষ জজ আদালত নং-০৯, ঢাকা
১২। রহিমা আখতার শম্পা, প্রধান শিক্ষক, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়
১৩। ডাঃ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক, শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর
১৪। গাজী আব্দুস সাত্তার, মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি),ঢাকা
১৫। গাজী মোমিন উদ্দীন, সহকারী শিক্ষক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
১৬। অভিজিৎ সাধু, চীফ এমআইএস( একাউন্টস এন্ড আইটি), ঈগল পরিবহন, হেড অফিস, যশোর
১৭। অনুপম মন্ডল, সিনিয়র সাইন্টিস্ট, জেনেসিস বায়োটেকনোলোজী, যুক্তরাষ্ট্র
১৮। সুফল চন্দ্র গোলদার, উপজেলা নির্বাহী অফিসার, কাঠালিয়া, ঝালকাঠি
১৯। শঙ্কর কুমার দাশ, ডিজিএম এন্ড সিএফও, আমান ফিড লিমিটেড
২০। শুভ রঞ্জন ঘোষ, সিনিয়র মার্চেন্ডাইজ ম্যানেজার, ইনটিগ্রা এপারেলস (বাংলাদেশ) লিমিটেড
২১। পলাশ বসু, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব-১, ঢাকা
এ তালিকার প্রথমে থাকা ড. স.ম আলী রেজা আহবায়ক ও অন্যান্যরা সবাই সদস্য হিসেবে রয়েছেন।