
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী , সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভপতি শেখ নূরুল হকের ছোট ভাই শেখ ছদরুল হক ছোটন (৫৭) আর নেই। ইন্নালিল্লাহে——-রাজেউন।
বুধবার বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুরস্থ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুম শেখ নূরুল হক ছোটন সাংবাদিক কাজী জামালউদ্দিন মামুনের মামা। তিনি সুলতানপুর বড় বাজারের এক জন প্রতিষ্ঠিত ব্যবসায়ি ছিলেন। দীর্ঘ দিন যাবত তিনি লিভার-সিরোসিস রোগে ভূগছিলেন।
বৃহস্পতিবার দুপুর ২ টার সময় সুলতানপুর মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।