
কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় পৌর সভার মেয়র গাজি আক্তারুল ইসলাকে মেয়রপদ থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত একটি চিঠি কলারোয়া পৌরসভায় এসে পৌছাছে। এইক সাথে প্যানেল মেয়র রফিকুল ইসলামকে মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে।
জানা গেছে, কলারোয়া পৌর সভার মেয়র গাজি আক্তারুল ইসলামের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার চার্জশীটভূক্ত আসামী হয়ে প্রায় ৩ মাস ধরে পৌর সভা ছেড়ে পালিয়ে রয়েছে। এদিকে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ হবার উপক্রম হয়ে পড়েছে। তবে প্যানেল মেয়র রফিকুল ইসলাম ২মাস ধরে বেতন বন্ধ থাকলেও তিনি পৌরসভাটি টিকিয়ে রাখার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এঘটনাটি স্থানী সরকার পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে অবগতি করার পর গত ২২জুন পৌর আইনের-২০০৯এর ৪০(৩)উপ-ধারা এবং পৌরসভার কার্য বিধিমালা-২০১২ মতে কলারোয়া পৌর সভার মেয়র গাজী আক্তারুল ইসলামকে পৌরসভার মেয়রের পদ হতে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। যার স্বারক নং-পৌর-২/৪৬,০৬৪,০৩২,৩০,০৪,০৫,১১/১০৫১। একই সাথে কলারোয়া পৌর সভার প্যানেল মেয়র রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে ক্ষমতা প্রদান করা হয়েছে।