শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ট্রাম্প


509 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ট্রাম্প
মার্চ ২৫, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং বাংলাদেশের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাংলাদেশের এই ঐতিহ্য ও ইতিহাস উদযাপনে তার দেশের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে বলে উল্লেখ করা হয়। বার্তায় বাংলাদেশে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প।

রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো পৃথক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা বাংলাদেশের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি দিচ্ছি। দেশটির গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাস দমন, বাণিজ্য ও বিনিয়োগ প্রশ্নে আমাদের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করছি।

এতে ট্রাম্প আরও বলেন, আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা আমাদের দু’দেশের নিরাপত্তা সমৃদ্ধি অজর্নে সহায়ক হবে। জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়া রাষ্ট্রপতি আবদুল হামিদকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো পৃথক বার্তায় রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সব ধরনের সহায়তা করায় তার নেতৃত্বের প্রশংসা করেন ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প।