
॥ সুমন মুখার্জী ॥
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও জেলা নেতারা।
আজ শনিবার সকালে সোহ্রাওয়ার্দী উদ্যানে এ উপলক্ষ্যে আয়োজিত মহাসমাবেশে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে শোভাযাত্রাসহকারে ওই মহাসমাবেশে যোগদেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন বঙ্গবন্ধু ফাইন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান মালেক, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক পিয়া সরকার, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বেলাল শাহ, বঙ্গবন্ধু ফাইন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক সুমন মুখার্জী, বঙ্গবন্ধু ফাইন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের সংরক্ষিত নারী (সাতক্ষীরা ৩১২) আসনের প্রার্থী দক্ষিণবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জী প্রমুখ।

এদিকে, শনিবার সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান মালেকের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন বঙ্গবন্ধু ফাইন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক সুমন মুখার্জী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাতীয় সংসদের সংরক্ষিত নারী (সাতক্ষীরা ৩১২) আসনের প্রার্থী দক্ষিণবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জী। তারা এ সময় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার ব্যাপারে আলোচনা করেন।